নারী কবিতা

'নারী'

শরদিন্দু কর্মকার।

 মানুষ কেন বলে মোদের... 
 নারীর নিজস্ব নাই কিছু ।
আমি তো দেখি জগৎ চলে ...
 নারীর পিছু পিছু ॥ 

 বাপের ঘরে লক্ষ্মী আমি ....
স্বামীর ঘরে অন্নপূর্ণা । 
ছেলের ঘরে জননী(মা) আমি ...
আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। 

আমার থেকে আপন করতে ...
 আর কি কেউ পারে ?
 বাপের ঘরকে ছেড়ে এসেও ....। 
  পরকে বাঁধি ঘরে ॥


গোত্র থেকে গোত্রান্তর..... 

যদিও আমি হই ।
 তবুও যেন জননী রূপে .... | 
 সকল দুঃখ সই |
 ভারতমাতা সেও নারী .....
নারী জগদ্ধাত্রী(মা)।।
 নারী হল এ জগতের
সবার জন্মদাত্রী(মা)।

পুরুষতান্ত্রিক সমাজ তাই ...
পুরুষকে বড় করে ।
জেনে রেখো সেই পুরুষকে
 'নারী'...গর্ভে ধারণ করে ।

মহাকাল আমার পদতলে .. 
 শায়িত চিরকাল ।
আমি ছাড়া এ জগৎ-সংসার,
সবই হবে অচল । 
নারী কবিতা, কবিতা, বাংলা কবিতা, প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা


Previous Post
Next Post
Related Posts